২৬৯০ টাকায় সিম্ফনির স্মার্টফোন

স্মার্টফোনকে সাধারণ মানুষের হাতের নাগালে আনার লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে একটি সেট এনেছে সিম্ফনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 02:45 PM
Updated : 28 May 2015, 02:45 PM

ই-ফাইভ নামের এই স্মার্টফোনটির দাম ২৬৯০ টাকা। বৃহস্পতিবার থেকে এটি সিম্ফনির বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-ফাইভ স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৫১২ মেগাবাইট রম এবং ২৫৬ মেগাবাইট র‌্যাম।  ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে এজ ও ওয়াইফাই সুবিধা এবং ছবি তোলার জন্য ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

এক গিগাহার্টজের প্রসেসরের এ ফোনটির পর্দার ডিসপ্লে ৩.৫ ইঞ্চি। ডিফল্ট অপারেটিং সিস্টেম এ্যানরয়েড জিঞ্জারব্রেড,  তবে ইন্টারফেস কিটক্যাটের আদলে তৈরি।

সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশীদ বলেন, “দেশের মানুষের জন্য ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবার আমরা এত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন এনেছি। আমার দৃঢ় বিশ্বাস, এই স্মার্টফোনটি সারা দেশের সাধারণ মানুষের স্মার্টফোন হিসেবে পরিচিতি পাবে।”