‘অ্যাপার্টমেন্টের গড় দাম ঢাকায় ৭৮ লাখ, চট্টগ্রামে ৪৪ লাখ টাকা’

রাজধানীতে অ্যাপার্টমেন্টের গড় দাম প্রায় ৭৮ লাখ টাকা এবং চট্টগ্রামে প্রায় ৪৪ লাখ টাকা বলে জানিয়েছে বাড়ি কেনা-বেচার প্রতিষ্ঠান ওয়েবসাইট লামুদি ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 01:14 PM
Updated : 28 May 2015, 01:14 PM

নিজস্ব উদ্যোগে এক গবেষণা চালিয়ে প্রতিষ্ঠানটি এসব তথ্য পেয়েছে বলে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপার্টমেন্ট কেনা এবং ভাড়া নেওয়া- উভয় ক্ষেত্রেই ঢাকা সবার উপরে রয়েছে। কেনার দামের ক্ষেত্রে কক্সবাজারের অবস্থান তৃতীয়, গড় দাম ২৫ লাখ টাকা ।

ঢাকায় অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ৩৯ হাজার টাকা, চট্টগ্রামে ২৫ হাজার এবং কক্সবাজারে ২১ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক জায়গার ক্ষেত্রেও চাহিদা এবং দাম উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে ঢাকা।

বাণিজ্যিক জায়গা কেনার গড় মূল্য ঢাকায় এক কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় একটি বাড়ি কেনার গড় খরচ ২ কোটি ৭৫ লাখ টাকা ।   

ঢাকায় এক কাঠা জায়গায় দাম গড়ে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা, চট্টগ্রামে ৯৬ লাখ টাকা।