ডিএসইর সার্ভারে গণ্ডগোল, তারপর সর্বোচ্চ লেনদেন

সার্ভারে ত্রুটির কারণে পৌনে দুই ঘন্টা দেরিতে লেনদেন শুরু হলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে বড় ধরনের উল্লম্ফন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 12:00 PM
Updated : 25 May 2015, 03:39 PM

সোমবার বিকাল সোয়া ৪টা পর্যন্ত লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩০ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৬১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শতকরা হিসাবে বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫৬ কোটি টাকা, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম দিন রোববারের মতো দ্বিতীয় দিনেও ডিএসইতে দেরিতে লেনদেন শুরু হয়।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির বা ৭৯ শতাংশ, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৭ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫৩ পয়েন্ট বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এএফসি অ্যাগ্রো, আরএকে সিরামিকস, বেক্সিমকো, বারাকা পাওয়ার, সাইফ পাওয়ারটেক, এমজেএলবিডি এবং ইউনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

নিয়ম অনুযায়ী, ডিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে চার ঘণ্টা লেনদেন হওয়ার কথা থাকলেও রোববারের মতো সোমবারও সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বেলা সোয়া ১২টায় লেনদেন শুরু হয়ে সোয়া ৪টা পর্যন্ত চলে।

রোববার সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত তা বন্ধ থাকে।  ৩ ঘণ্টা ৫০ মিনিট পর বেলা ২টা ২০ মিনিটে লেনদেন শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত।