অলওয়েজ অনের তরঙ্গ বরাদ্দ বাতিল

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ তরঙ্গের বরাদ্দ বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 09:55 AM
Updated : 24 May 2015, 09:58 AM

এই সেবাদাতা প্রতিষ্ঠান থেকে অয়্যারলেস ইন্টারনেট সেবাগ্রহণ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ইন্টারনেট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

তবে অলওয়েজ অন নেটওয়ার্ক থেকে অয়্যার্ড ইন্টারনেট (তারের মাধ্যমে) সেবাগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছে বিটিআরসি।

রোববার সংস্থার সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের অনুকূলে অয়্যারলেস ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ৭০০ মেগাহার্জ ব্যান্ডে যে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে কমিশন।

অলওয়েজ অন নেটওয়ার্কের বাতিল করা তরঙ্গের পরিবর্তে আইপিএস প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ব্যান্ডে তরঙ্গ বরাদ্দপত্র গ্রহণ না করা পযন্ত  অয়্যারলেস ইন্টারনেট সেবা দেওয়া থেকে বিরত থাকার জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।