দুদিনব্যাপী ডেনিম এক্সপো শুরু ১১ মে

ডেনিম ও জিনস পণ্যের আন্তর্জাতিক উৎপাদক ও ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে ঢাকায় দুদিনব্যাপী প্রদর্শনী হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 06:19 PM
Updated : 5 May 2015, 06:19 PM

১১ মে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র উদ্বোধন করবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, চীন, সান মারিনোর ২৫টি ডেনিম ও জিনস উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

এতে উপস্থিত থাকবেন ইউরোপ, যুক্তরাষ্ট্র, ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত গার্মেন্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও ফ্যাশন পেশাজীবী।

 ১২ মে প্রদর্শনীর সমাপনীতে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশে ডেনিম এক্সপোর আয়োজক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশে ডেনিম শিল্পের প্রসারই এই প্রদর্শনীর একমাত্র উদ্দেশ্য নয়, বরং এটি ভাল ব্যবসা চর্চায় উৎসাহ প্রদান এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপের বাজারে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারী দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয়।

বিশ্বের ৪০০টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ১৮০ মিলিয়ন ডেনিম জিনস তৈরি করে।

বাংলাদেশের ২৫টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে প্রায় ৮৩৪ মিলিয়ন ইউএস ডলার।