পেয়াঁজের বদলে এল মোটরসাইকেল

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে একটি কন্টেইনারে পেয়াঁজের বদলে পাওয়া গেছে নয়টি ইলেকট্রিক মোটরসাইকেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 03:20 PM
Updated : 23 April 2015, 03:20 PM

বৃহস্পতিবার বিকালে বন্দরের নিউম্যুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) রেফার্ড কন্টেইনার ইয়ার্ডে নিলামের জন্য রাখা কন্টেইনার পরীক্ষায় পর তা ধরা পড়ে।

নাসিরাবাদ এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান এফ রহমান এন্টারপ্রাইজ মিথ্যা ঘোষণায় এসব পণ্য আনে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ ই জামাল জানান, প্রতিষ্ঠানটি পেয়াঁজ ঘোষণা দিয়ে এক কন্টেইনার পণ্য চীন থেকে আমদানি করে। বিল অফ এন্ট্রি দাখিল না করায় কন্টেইনারটি নিলামে তোলা হয়।

নিলামের আগে কায়িক পরীক্ষার সময় এ জালিয়াতি ধরা পড়ে।

তিনি জানান, কন্টেইনারটিতে গ্রিন চাইনিজ অনিয়ন ও নয়টি ইলেকট্রিক মোটরসাইকেল পাওয়া যায়।

এছাড়া মোটরসাইকেলগুলোর অতিরিক্ত ব্যাটারিও পাওয়া গেছে।

এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কমিশনার।