দুই বাজারেই বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 01:37 PM
Updated : 16 April 2015, 01:37 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৫৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

ডিএসইতে মোট ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির। ৩২টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশনস, শাশা ডেনিমস, এমজেএল বিডি, ওয়েস্টার্ন মেরিন, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, কেপিসিএল, সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

সিএসইতে এদিন ৪০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫০ লাখ টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪০ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।