দুই বাজারেই কমেছে সূচক-লেনদেন

নিম্নমুখী সূচক নিয়েই সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার, সঙ্গে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2015, 12:26 PM
Updated : 12 April 2015, 12:26 PM

রবিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১০১ পয়েন্ট।

রোববার ডিএসইতে ২৮৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ১১ লাখ টাকা কম।

ডিএসইতে এদিন মোট ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৯০টির। ২৮টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এমজেএল বিডি, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, শাশা ডেনিমস, ইউনিক হোটেল, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, বঙ্গজ লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।

সিএসইতে এদিন ২৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০১পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ২০৭ পয়েন্ট।

লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।

আগের সপ্তাহে চার কার্যদিবসেই সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।