খান জাহান আলী দীঘির কুমির সুরক্ষায় এসিআই

খান জাহান আলী দীঘির কুমির রক্ষায় কর্তৃপক্ষকে বিশেষ একটি যন্ত্র দিয়েছে এসিআই এনিমেল হেলথ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 03:33 PM
Updated : 1 April 2015, 03:33 PM

সম্প্রতি ঢাকায় এসিআই সেন্টারে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক নূরুল আমিনের কাছে কুমিরের ডিম ফোটানোর উপযোগী ‘রেপটাইলস ইনকিউবিউটর’ হস্তান্তর করেন এসিআই এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক এফ. এইচ আনসারী।

কোরিয়ার তৈরি এই আধুনিক মেশিনের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খুব সহজেই ছেলে কুমির ও মেয়ে কুমিরের বাচ্চা ফোটানো যায়, যা দেশের কুমির চাষে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাগেরহাটের খান জাহান আলী দিঘী কর্তৃপক্ষের ব্যবহারের জন্য যন্ত্রটি দেয় এসিআই।

ইনকিউবেউটর হস্তান্তর অনুষ্ঠানে এসিআই এনিমেল হেলথের বিজনেস ডিরেক্টর মো. শাহিন শাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।