পুঁজিবাজারে দরপতন অব্যাহত

গত কয়েকদিনের ধারায় সপ্তাহের শেষ দিনও বাংলাদেশের দুই পুঁজিবাজারেই কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 12:03 PM
Updated : 5 March 2015, 12:03 PM

টানা পাঁচদিনের সঙ্গে বৃহস্পতিবারও ১৭ পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ৪ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে ডিএসইতে এদিন লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে। এদিন হাতবদল হয়েছে ২৬৬ কোটি টাকার শেয়ার, যা বুধবারের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫৬ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৬৬৭ পয়েন্ট

লেনদেন বেড়েছে ৮ কোটি হাতবদল হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১৩টির দাম বেড়েছে; কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।