পুঁজিবাজার দরপতনের ধারায়

আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনও বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 01:06 PM
Updated : 3 March 2015, 01:06 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৯ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬৯ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৭৮১ পয়েন্ট।

লেনদেন কমেছে ১২ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৮ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৯১টির দাম বেড়েছে; কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।