বিদেশি বিনিয়োগ কমেছে পুঁজিবাজারে

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারেও, এক মাসে বিদেশি বিনিয়োগ কমেছে সাত গুণ।

ফারহান ফেরদৌসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 03:30 PM
Updated : 1 March 2015, 03:31 PM

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিট বিদেশি বিনিয়োগ ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে সাত গুণ কমেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসে বিদেশিরা মোট ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা নিট বিনিয়োগ করেছেন। জানুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা।

এ হিসাবে এক মাসে নিট বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের ডাকে সারাদেশে লাগাতার অবরোধ চলছে। এতে অর্থনীতিতে ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতির এখটি হিসাব গত সপ্তাহে সংসদে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

পুঁজিবাজারেও রাজনৈতিক অস্থিরতার ওই প্রভাব পড়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান দেশের পরিস্থিতিকে বিদেশিরা স্বাভাবিকভাবেই ঝূঁকিপূর্ণ মনে করছে, তাই হয়ত বিনিয়োগ কমেছে।”

আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামানও একই মত প্রকাশ করেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক পরিস্থিতিই বিনিয়োগ কমার মূল কারণ হতে পারে।”

ঢাকার পুঁজিবাজারে গত মাসে মোট লেনদেনও কমেছে বিদেশিদের।

জানুয়ারি মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে এ লেনদেন নেমে এসেছে ৪৭০ কোটি ৪২ লাখ টাকায়। এ হিসাবে গত মাসে মোট লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৩১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকা।

ফেব্রুয়ারি মাসে বিদেশিরা মোট ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার কেনেন। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩৬৫ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ বিদেশিরা গত মাসে ১১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কম কিনেছেন।

কম কেনার পাশাপাশি বিদায়ী মাসে বেড়েছে বিদেশিদের শেয়ার বিক্রির পরিমাণ।

এই সময়ে বিদেশিরা মোট ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৩৬ কোটি  ৮৩ লাখ ৫০ হাজার টাকা।