দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান সামট্রাকের যাত্রা শুরু

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্যামট্রাক ইন্টারন্যাশনাল বাংলাদেশে কাজ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 01:41 PM
Updated : 1 March 2015, 01:41 PM

তৈরি পোশাক কারখানাসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনার প্রশিক্ষণ দিয়ে থাকে স্যামট্রাক।

শনিবার এক বিজ্ঞপ্তিতে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান বিজকেয়ার জানায়, রাজধানীতে সামট্রাকের কর্মশালা শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিষ্ঠান বিজকেয়ার দক্ষিণ আফ্রিকাভিত্তিক সেবা প্রতিষ্ঠান সামট্রাকের (SAMTRAC) দেশীয় অংশীদার। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠানটির সেবা চালু আছে।

প্রাথমিকভাবে ইউনিলিভার, নেসলে ও আরও কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরা স্যামট্রাকের প্রশিক্ষণ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, লাফার্জ, নেসলে গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।