বাংলালিংকে বিনামূল্যে বিক্রয় ডটকম ব্রাউজ

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এবং অনলাইনে বেচাকেনার মাধ্যম বিক্রয় ডটকমের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 06:19 PM
Updated : 22 Jan 2015, 06:19 PM

বৃহস্পতিবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকেরা বিনামূল্যে বিক্রয় ডট কম ব্রাউজ করতে সক্ষম হবেন।

বাংলালিকের পরিচালক (বিপণন) সোলায়মান আলম বলেন, “দেশের ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো সমৃদ্ধ করতে এই র্পাটনারশিপ।  ‘বাংলালিংক ও বিক্রয় ডটকম অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আসতে একসঙ্গে কাজ করবে।”

বিক্রয়ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, “যাত্রা শুরুর দুই বছরের কম সময়ে বিক্রয় ডটকম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস পরিণত হয়েছে। আমরা আশা করি বাংলালিংকের সঙ্গে এই চুক্তি গ্রাহকদের মোবাইল ফোন থেকেই তাদের ফোন, মোটরবাইক, ল্যাপটপ, এবং গাড়ির বেচা কেনার কাজকে আরো সহজ এবং গতিশীল করে তুলবে।”

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় তিন কোটির বেশি গ্রাহক রয়েছে।  বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

বিক্রয় ডটকম একটি ওয়েবসাইট যেখানে  প্রায় সব কিছুই বেচাকেনা করতে পারবেন।