ওয়ালটন কারখানা পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল

ওয়ালটন কারখানার উৎপাদন প্রক্রিয়া ও কর্মপরিবেশ দেখে এল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 04:29 PM
Updated : 21 Jan 2015, 04:29 PM

সম্প্রতি এডিবির প্রধান অর্থনীতিবিদ শাং জিন ওয়ের নেতৃত্বে ব্যাংকের আট সদস্যের প্রতিনিধি দলটি গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করে কর্মপরিবেশে সন্তুষ্টি জানিয়েছেন বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এডিবি পরিদর্শক দলে ছিলেন ব্যাংকটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, সিনিয়র ইকোনোমিস্ট ভালেরি মার্চার ব্ল্যাকম্যান, প্রিন্সিপাল কান্ট্রি ইকোনমিস্ট জাহিদ হোসাইন, সিনিয়র ইকোনোমিকস অফিসার শামসুর রহমান, সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট বিদ্যুত কুমার সাহা, ইকোনোমিস্ট গোলাম মর্তুজা এবং ফিন্যান্স বিভাগের প্রধান মারুফ হোসেন।    

শাং জিন ওয়ে বলেন, “ওয়ালটনের প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। স্বল্প সময়ের মধ্যে  বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে ওয়ালটন।”

এসময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ফিন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ফার্স্ট সিনিয়র এ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল কাদেরসহ কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।