গ্রামীণফোনের সৌজন্যে দ্য হবিট

হলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য হবিট: দ্য ব্যাটল অফ দ্য ফাইভ আর্মিস’ দেখা যাবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেডের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 02:51 PM
Updated : 24 Dec 2014, 02:51 PM

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর যমুনা ফিউচার পার্ক শপিং মলের ব্লকবাস্টার হলে গ্রামীণফোনের বন্ধু গ্যারেজের সদস্যরা এই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এতে বলা হয়, চলচ্চিত্রটির পাশাপাশি প্রথম দুইদিন কমিকপ্রেমি এবং ‘কসপ্লে কমিউনিটির মিডল আর্থ কার্নিভাল’ ও গ্রামীণফোন বন্ধু গ্যারেজের সদস্যরা একই সঙ্গে উপভোগ করতে পারবেন।

তবে ২৮ ডিসেম্বর থেকে সব ধরণের দর্শকরা এই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অ্যাডভেঞ্চারপূর্ণ এ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জ্যাকসন, ফ্রান ওয়ালশ, ফিলিপ্পা বয়েনস এবং গিলের্মো দেল তোরো এবং পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। জে আর আর টোকিয়েনের লেখা দ্য হবিট উপন্যাস অবলম্বনে করা চলচ্চিত্রটি উপন্যাসের তৃতীয় এবং শেষ পর্ব।

এর প্রিমিয়ার শো গত ২৩ ডিসেম্বর ব্লকবাস্টার হলেই অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, যমুনা ফিউচার পার্ক এর বিপণন পরিচালক আলমগীর আলম এবং গ্রামীণফোনের কর্মকর্তাগণ প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন।