চার বছরে ৪ কোটি ইন্টারনেট গ্রাহক চায় জিপি

আগামী চার বছরে নতুন প্রায় চার কোটি ইন্টারনেট গ্রাহক প্রত্যাশা করছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 12:21 PM
Updated : 27 Nov 2014, 12:27 PM

গ্রামীণ ফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশন  সৈয়দ তালাত কামাল বৃহস্পতিবার বরিশালে এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যের কথা জানান।

বর্তমানে গ্রামীণ ফোনের এক কোটির বেশি ইন্টারনেট গ্রাহক রয়েছে বলে সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

‘ইন্টারনেট ফর অল’ উদ্যোগ নিয়ে বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তালাত কামাল বলেন,  গ্রামীণ ফোন সম্প্রতি পাঁচ কোটি গ্রাহকের মাইল ফলক অর্জন করেছে। ২০১৯ সালের মধ্যে গ্রামীণ ফোনের ইন্টারনেট সেবা ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে পাঁচ কোটিতে।

তিনি বলেন, “প্রথম থেকেই গ্রামীণ ফোন শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে ভালো সেবা দিয়ে যাচ্ছে।

“থ্রিজি সেবা নিশ্চিত করে গ্রামীণ ফোন সবার মধ্যে শক্তিশালী ইন্টারনেট ছড়িয়ে দিতে চায়। এই লক্ষ্য অর্জনে গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেমসহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন নিয়ে এসেছে।”

তালাত কামাল জানান, বরিশাল বিভাগে গ্রামীণ ফোনের গ্রাহক ৫০ লাখ। এদের  মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন ৮ লাখ গ্রাহক। আর তাদের মধ্যে দুই লাখ গ্রাহক থ্রিজি সেবা পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের হেড অফ কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন, বরিশালের রিজিওনাল হেড সিরাজউদ্দিন লস্কর বক্তব্য রাখেন।