ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তাদের কর্মশালা

দেশের ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে একদিনের কর্মশালা করেছে 'স্টার্টআপ ঢাকা' নামের একটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 04:41 PM
Updated : 22 Nov 2014, 04:41 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালা হয়, যাতে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সফল ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা।

অনুষ্ঠানের স্পন্সর করে গ্রামীণ ফোন ও ইএমকে সেন্টার।

দিনব্যাপী কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গ্রামীণফোনের সাবেক সিইও বিবেক সুদ, বোস্টন কনসালটেন্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনীর, নেপালের চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্ভানা চৌধুরীসহ অন্যান্যরা।

পরে সন্ধ্যায় দেশ-বিদেশের অভিজ্ঞ উদ্যোক্তা, বিনিয়োগকারীরা তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিকল্পনা শোনেন এবং নিজেদের পরামর্শ দেন।  

‘ইনোভেশন এক্সট্রিম’ নামের এই অনুষ্ঠানে বিদেশি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক ব্যবসার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন বঙ্গ, কম দাম, সবজি-বাজার, ঝুমঝুমসহ আরো কয়েকটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

'স্টার্টআপ ঢাকা'র কর্মকর্তা ফায়াজ তাহের বলেন, বাংলাদেশে ব্যবসার ধরণ বদলে দিতে এই উদ্যোগ। এ অঞ্চলের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সম্মিলিত করা ও পারষ্পরিক পরিচিতি ঘটিয়ে দেয়াই আয়োজনের উদ্দেশ্য।