সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2014, 09:51 AM
Updated : 16 Nov 2014, 09:51 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭৫৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১১ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৩৬০ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে ২ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১৩টির দাম বেড়েছে; কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।