সেরা সিইওদের তালিকায় টেলিনরের বাকসাস

কর্পোরেট বিশ্বের ১০০ জন সেরা প্রধান নির্বাহী কর্মকর্তাদের তালিকায় স্থান করে নিয়েছেন টেলিনর গ্রুপের সিইও ও প্রেসিডেন্ট ফ্রেডরিক বাকসাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 04:11 PM
Updated : 16 Oct 2014, 04:11 PM

বৃহস্পতিবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউ কর্পোরেট নেতৃত্ব, বিশেষ করে শেয়ার হোল্ডারদের আয় বৃদ্ধি ও সর্বমোট প্রতিষ্ঠানের বাজার মূলধন বাড়ানোসহ বিভিন্ন বিষয় মূল্যায়ণের ভিত্তিতে সেরা ১০০ জন সিইওর একটি বার্ষিক তালিকা করেছে। 

এই তালিকায় স্থান পাওয়া টেলিকম খাতের দুই জন সিইওর একজন বাকসাস।

তার সময়ে টেলিনরের বাজার মূলধন ৩৬ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায় তালিকায় তার অবস্থান ৩২তম।

ইউরোপ এবং এশিয়ার ক্রমবর্ধমান বাজারের সাফল্যের কারণে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফ্রেডরিক বাকসাস ২০০২ সাল থেকে টেলিনরের সিইওর দায়িত্ব পালন করছেন।

এশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম চালানো একমাত্র পশ্চিমা টেলিযোগাযোগ অপারেটর হচ্ছে টেলিনর।

বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান এবং থাইল্যান্ডে ব্যবসা রয়েছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠানটির।

এশিয়াসহ নর্ডিক অঞ্চল, মধ্য এবং পূর্ব ইউরোপ মিলিয়ে ১৩টি বাজারে টেলিনর সেবা দিচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এ টেলিকম অপারেটরের গ্রাহকসংখ্যা ১৭৬ মিলিয়ন।

১৭টি বাজারে কার্যক্রম চালানো ভিম্পলকম লিমিটেডের ৪২ দশমিক ৯৫ শতাংশের মালিকানাও টেলিনরের।