পুঁজিবাজারে পূজা-ঈদের ছুটি ৯ দিন

দুর্গাপূজা ও কোরবানির ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকার পর আগামী ১২ অক্টোবর খুলবে দেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 09:15 AM
Updated : 2 Oct 2014, 09:15 AM
দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ৫ অক্টোবর রোববার থেকে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পুঁজিবাজালে লেনদেন বন্ধ থাকবে। তার আগে বিজয়া দশমীর ছুটি থাকবে ৪ অক্টোবর। আর আগে পরে চার দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি মিলিয়ে মোট নয় দিন লেনদেন বন্ধ থাকবে।

ছুটি চলকালে দুই স্টক এক্সচেঞ্জের সব কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর যথারীতি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কাজ চলবে। আর শেয়ার লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

বৃহস্পতিবারে ছুটির আগে পুঁজিবাজারে শেষ লেনদেনে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়ায়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৯ হাজার ৮০৪ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ করে।