‘জিপি ডিজিটাল উইনার’ তানভীর

‘জিপি ডিজিটাল উইনার’ অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করেছে বেসরকারী মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 05:19 PM
Updated : 1 Oct 2014, 05:19 PM

বুধবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কারজয়ী তানভীর হাসান সৌরভের নাম ঘোষণা করা হয়।

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লাইভ টিভি অ্যাপ তৈরির জন্য এই পুরস্কার পেয়েছেন কাকতাড়ুয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তানভীর।

এই অ্যাপ ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের ১৫৩টি দেশ থেকে সম্প্রচারিত এক হাজার ৮০০ ফ্রি টিভি চ্যানেল দেখতে পারেন।

শুধুমাত্র উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে পাওয়া গেলেও এই অ্যাপটি সারা বিশ্বে প্রায় ৭৬ হাজার বার ডাউনলোড করা হয়েছে।

বিজয়ী আগামী ২১-২২ অক্টোবর নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় টেলেনর ডিজিটাল উইনার’র ‘বেস্ট অ্যাপ ইন এশিয়া’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রামীণফোন, স্টার্টআপ ঢাকা ও টেলেনর ডিজিটালের আয়োজনে ‘জিপি ডিজিটাল উইনার’ টেলেনর গ্রুপ ও গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ উদ্যোগের একটি অংশ।