ছুটির ফাঁদে বেনাপোল ও সোনামসজিদ

দুর্গাপূজা ও ঈদের কারণে সাত দিনের ছুটির ফাঁদে পড়ছে বেনাপোল স্থলবন্দর; আর সোনামসজিদ ১০ দিন।   

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 12:33 PM
Updated : 30 Sept 2014, 12:33 PM

বুধবার থেকে দুই বন্দরেই এই ছুটি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নূরুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মিলিয়ে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

৮ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের রাজ্য সরকার ইতোমধ্যে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

তবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আরও তিনদিন বেশি।

চাঁপাইনবাবগঞ্জ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব একরামুল হক জানান, বুধবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১১ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দর সিএ্যান্ডএফ এসোসিয়েশন, আমদানি-রপ্তানি গ্রুপ এবং ভারতের মোহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারকরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সচিব একরামুল হক।

ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই সানোয়ার হোসেন।