সিঅ্যান্ডএ টেক্সটাইলের আইপিও অনুমোদন

সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 11:40 AM
Updated : 2 Nov 2017, 11:44 AM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা তুলবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে মূলধন তুলে প্রতিষ্ঠানটি ব্যাংকঋণ পরিশোধ, ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৮ দশমিক ৩৮ টাকা।

এদিকে আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য দিয়ে আইন ভঙ্গ করায় ফাইন ফুড লিমিটেডকে একলাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেডকে দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছেড়ে পুঁজি তোলার সুযোগ দেওয়া হয়েছে।

রাইট শেয়ার অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।