ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

চাঙাভাব অব্যাহত থাকায় সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 11:50 AM
Updated : 22 Sept 2014, 11:50 AM

সোমবার এ বাজারের সার্বিক সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৫ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে হাতবদল হয়েছে ৯৯২ কোটি টাকার শেয়ার, যা রোববারের চেয়ে ১১ কোটি টাকা বেশি।

আগের দিন প্রথম বারের মতো ডিএসইএক্স ৪ হাজার ৯০০ পয়েন্টের ঘর পেরিয়ে যায়। সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জনুয়ারি ৪০৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

বৃহস্পতিবার এ বাজারে ১ হাজার ২৮৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল, যা ছিল সাড়ে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪১টির দাম বেড়েছে; কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে ১৯০ পয়েন্ট যোগ হয়। আগের তিন সপ্তাহে এ সূচক ২৮৮ পয়েন্ট বাড়ে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪৭ কোটি টাকা বেশি।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত আড়াই মাস ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়ছে।

২০১৪ সালের শুরুতে সূচক ৪ হাজার ৭০০ পয়েন্টে ওঠার পর জুনে তা ৪ হাজার ৩০০ পয়েন্টে নেমে আসে। গত আড়াই মাসে তা আবার বেড়ে ৪ হাজার ৯০০ পয়েন্টের ওপরে এসেছে।

২০১০ সালের ৫ জানুয়ারি ডিএসই সাধারণ সূচক ছিল প্রায় ৯ হাজার পয়েন্ট। ব্যাপক ধাসের পর ২০১২ সালের শেষে তা ৪ হাজার ২০০ পয়েন্টে নেমে আসে। সেই ধস ২০১৩ সালেও অব্যাহত থাকে। ডিএসইর সার্বিক সূচক ৪ হাজার ২৬৬ পয়েন্ট নিয়ে ওই বছর শেষ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকগুলোর সুদের হার কমে যাওয়ায় মানুষ বেশি লাভের আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করছে।