আরএফএল-এনরুট প্যাকেজিং নিয়ে চুক্তি

কম দামে শাক-সবজি, ফলমূল সহ বিভিন্ন কৃষিজ পণ্য প্যাকেজিং এ এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 07:13 PM
Updated : 13 Sept 2014, 07:13 PM

শনিবার এক অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকস-এর নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার এবং এনরুট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, গ্রামাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনজনিত কারণে নষ্ট হওয়া থেকে রক্ষায় আরএফএল বিশেষ ধরনের প্যাকেজিং সামগ্রী প্রস্তুত করবে। এই নতুন প্যাকেজিং সিস্টেম-এর সঙ্গে ব্যবহারকারীর সরাসরি সংযোগ স্থাপনে কাজ করবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড।

বেসরকারি উন্নয়ন সংস্থা ক্যাটালিস্ট এই ‍প্রকল্পে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএফএল, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ক্যাটালিস্টের উর্ধ্বতন কর্মকর্তারা।