সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 09:38 AM
Updated : 2 Sept 2014, 09:38 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০২ পয়েন্ট হয়।

এ বাজারে হাতবদল হয় ৫৫২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ৫১ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৬৮২ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ৪ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২০৭টির দাম বেড়েছে। কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩১ পয়েন্ট বাড়ে, দৈনিক লেনদেন হয় গড়ে ৬৯০ কোটি টাকার শেয়ার।