রবীন্দ্র সরোবরে বিক্রয় ডটকমের ফ্ল্যাশমব

রাজধানীর ধানমণ্ডি লেকে রোববার এক ফ্ল্যাশমবের আয়োজন করে অনলাইনে কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 04:32 PM
Updated : 31 August 2014, 05:02 PM

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইনে দেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসের স্বীকৃতি পাওয়া উপলক্ষেই ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে এই আয়োজন করা হয়।

এতে বলা হয়, দেশীয় সংস্কৃতিতে নতুন  যুক্ত হওয়া ‘ফ্ল্যাশমব’ মানেই তারুণ্যের উচ্ছ্বাস-আনন্দে উদ্বেল সময়। ছুটির দিনের বিকালটা তাই জমে উঠেছিল।

হঠাৎ শুরু হওয়া ফ্ল্যাশমবটি দেখার জন্য পথচারী, আড্ডায় মগ্ন তরুণ আর বিকালে পার্কে ঘুরতে আসা লোকজন ক্ষণিকের জন্য থেমে এই আয়োজন উপভোগ করেন।

প্রায় তিন মিনিটের এ ফ্ল্যাশমবে অংশ নেন শ খানেক তরুণ-তরুণী। রাজধানীর বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্রয় ডটকমের থিম মিউজিকের সঙ্গে নাচেন।

বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, “দেশে অব্যাহতভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। দ্রুত গতিতে ইন্টারনেট দেশের আনাচেকানাচে পৌঁছে যাচ্ছে। মানুষ যাতে আমাদের এই অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে আরো জানতে পারে সে লক্ষ্যে তাদের কাছে পৌঁছাতে এই ফ্ল্যাশমব।”

তিনি বলেন, ”অল্প দিনে আমাদের সাইটের জনপ্রিয়তা এবং আস্থার সঙ্গে হাজারো ব্যবহারকারীদের সঙ্গী হতে পেরে আমরা আরো উৎসাহ বোধ করছি।”

আলেক্সা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ১৪তম এ ওয়েবসাইটটি দেশের সবচেযে বড় অনলাইন মার্কেট প্লেস’এর স্বীকৃতি পেয়েছে।

‘ফ্লাশমব’টির ভিডিও ইউটিউবে ইতোমধ্যে আপলোড করা হয়েছে।