সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 11:01 AM
Updated : 31 August 2014, 11:01 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫০ পয়েন্ট হয়।

এ বাজারে হাতবদল হয় ৫৯৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৩৮ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স দিন শেষে ৭৪ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৫৮৪ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন কমেছে প্রায় ২০ কোটি টাকা; হাতবদল হয়েছে ৩৫ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩১ পয়েন্ট বাড়ে, দৈনিক লেনদেন হয় গড়ে ৬৯০ কোটি টাকার শেয়ার।