পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 10:42 AM
Updated : 24 August 2014, 10:42 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় ৭৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১০৬ কোটি টাকা বেশি।

তকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪১ পয়েন্ট হয়েছে।

সূচক ডিএসইতে কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিন শেষে সিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৯ পয়েন্ট হয়েছে।

লেনদেনও আগের দিন থেকে প্রায় ৪ কোটি টাকা বেড়ে প্রায় ৫৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৯৩টিরই দাম বেড়েছে। দাম কমেছে ১৭০টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ৩৫টি শেয়ারের দাম।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে ৭ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৫৮ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। তার আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।