দেশে সংযোজিত  ‘ওকে’ মোবাইলের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের সংযোজিত  স্মার্টফোন ‘ওকে মোবাইল’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 07:37 AM
Updated : 18 July 2014, 07:37 AM

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ওকে মোবাইলের পক্ষ থেকে দুটি হ্যান্ডসেটের বাজারজাত করার ঘোষণা দেয়া হয়। 

ওকে মোবাইলের চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন বলেন, “টেলিফোন শিল্প সংস্থা (টেসিস) ও ওকে মোবাইল যৌথভাবে এই মোবাইল সেট সংযোজন করছে। এটিই বাংলাদেশে সংযোজিত প্রথম মোবাইল হ্যান্ডসেট।”

“এই সেট তৈরিতে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেটের দামও রাখা হবে সাধারণের হাতের নাগালে।”

ওকে মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নরিন জাহান বলেন, ওকে মোবাইল ক্রেতাদের হাতে পৌঁছে দিতে সারা দেশে বিক্রয় ও সেবাকেন্দ্র খোলা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠানে ওকে মোবাইলের ছয়টি মডেলের মোড়ক উম্মোচন করা হলেও আপাতত একটি সাধারণ ফিচার ফোন ও একটি স্মার্টফোন বাজারে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এর মধ্যে সাধারণ হ্যান্ডসেটটির দাম ১২’শ টাকা। আর ওকে স্মার্টফোন মিলবে চার হাজার টাকায়। ওকে মোবাইলের সব মডেলেই দুটি সিম ব্যবহার করা যাবে।

শিগগিরই ওকে মোবাইলের আরো তিনটি মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে কোম্পানির চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন জানান।