পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 12:26 PM
Updated : 21 April 2014, 12:26 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৪৬১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেড়ে ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৬২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৪২ পয়েন্ট হয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে  ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে,দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।