ওয়ালটন কারখানায় অর্থ প্রতিমন্ত্রী

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 05:54 PM
Updated : 20 April 2014, 05:54 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী রোববার সকাল সাড়ে ১০টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে পৌঁছান।

সেখানে পৌঁছানোর পর এম এ মান্নানকে ওয়ালটনের কর্মকর্তারা কারখানা চত্বর ঘুরিয়ে দেখান। এসময় প্রতিষ্ঠানটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কেও তাকে বিস্তারিত জানানো হয়। তিনি কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শনশেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়ালটন পণ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণের প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানটির প্রকৌশলীদের কর্মদক্ষতার প্রশংসা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, আবুল বাশার হাওলাদার, এমদাদুল হক সরকার ও হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর কর্নেল (অব.) এম এ কাদের, অ্যাডিশনাল ডিরেক্টর আলমগীর আলম সরকার, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউসুফ আলী প্রমুখ।