ডিএসইতে লেনদেন-সূচক কমেছে, বেড়েছে সিএসইতে

সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 11:40 AM
Updated : 10 April 2014, 11:40 AM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৩ পয়েন্ট হয়েছে। এদিন লেনদেনও ১১৭ কোটি টাকা কমে হাতবদল হয় প্রায় ৪২১ কোটি টাকার শেয়ার।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক- দুটোই আগের দিনের বেড়েছে।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেড়ে ৩৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০১ পয়েন্ট হয়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৬ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১৩ পয়েন্ট বেড়েছে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৩৮০ কোটি টাকা। আর সিএসইতে ১৮৬ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩১ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।