ই-টিআইএন নিবন্ধন ৩০ জুন পর্যন্ত

ই-টিআইএন নিবন্ধনের সময়সীমা তিন মাস বাড়ানা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2014, 11:26 AM
Updated : 31 March 2014, 02:19 PM

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে বলে জানানো হয়।

১০ ডিজিটের টিআইএন পরিবর্তন করে ই-টিআইএন পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ ডিজিটের টিআইএন দেয়ার ব্যবস্থা ২০১৩ সালে চালু করে রাজস্ব বোর্ড।

নতুন পদ্ধতি চালুর পর ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ১০ ডিজিটের পুরনো টিআইএন আর কার্যকর  থাকবে না বলে জানানো হয়েছিল।

এখন সেই সময় বাড়ানো হল। অর্থাৎ এই সময় পর্যন্ত আগের ১০ ডিজিটের টিআইএনও ব্যবহার করা যাবে।

সময় বাড়ানোর ব্যাখ্যায় রাজস্ব বোর্ড বলেছে, “বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের অনুরোধ এবং সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ই-টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হল।”

বর্ধিত সময়ের মধ্যে সব করদাতাকে নিবন্ধন শেষ করতে অনুরোধ জানানো হয়েছে।

নইলে জরিমানা আরোপসহ আয়কর অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এনবিআর জানিয়েছে।