ভ্যাস নীতিমালায় মতামত চেয়েছে বিটিআরসি

টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) প্রোভাইডারদের নিবন্ধনে খসড়া নীতিমালায় মতামত আহ্বান করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 11:45 AM
Updated : 23 August 2017, 11:45 AM

বিটিআরসির ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এ নীতিমালা নিয়ে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকরা মতামত জানাতে পারবেন sunjib@btrc.gov.bd  ঠিকানায় ইমেইল করে।

গ্রাহকের মতামত বিবেচনা করে শিগগিরই এ নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

খসড়া নীতিমালা অনুযায়ী টিভিএএস প্রোভাইডারদের ৫ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। ৫ বছরের জন্য এনিবন্ধনে ফি হবে ৫০ হাজার টাকা। প্রোভাইডারদের মোট আয়ের উপর ৫ দশমিক ৫ শতাংশ রাজস্ব ভাগাভাগি এবং এক শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হবে।

২০১২ সালেও ভ্যাস নীতিমালা চূড়ান্ত করতে উদ্যোগ নিয়েছিল বিটিআরসি, তবে অপারেটরদের বাধার মুখে তা আলোর মুখ দেখেনি।

বর্তমানে দেশে শিল্পী বা কবি বা গেমস প্রস্তুতকারীরা (কনটেন্ট প্রোডিউসার) পণ্য তৈরি করে কনটেন্ট প্রোভাইডারদের হাতে তুলে দেন। ওয়েলকাম টিউন, ক্রিকেট স্কোর, স্বাস্থ্য পরামর্শ এবং তাৎক্ষণিক খবর ইত্যাদি সেবা কনটেন্ট প্রোভাইডাররা মোবাইল অপারেটরদের কাছে বিক্রি করেন। অপারেটররা গ্রাহকের কাছে ভ্যাস সেবা পৌঁছে দেয়।

তবে ভ্যাস সেবায় ন্যায্যমূল্য পরিশোধে গড়িমসি,সৃজনশীলতা চুরিসহ অপারেটরগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে কনটেন্ট প্রোভাইডাররা।