রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করবে সরকার

অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে সরকারিভাবে (জি-টু-জি) দুই লাখ টন গম আমদানি করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 01:08 PM
Updated : 21 August 2017, 01:08 PM

সচিবালয়ে সোমবার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বাংলাদেশ সরকারের পক্ষে নয় সদস্যের জি-টু-জি বিষযক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব জনাব মো. কায়কোবাদ হোসেন। রাশিয়ার পক্ষে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিখাইল পটাপভ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া। অক্টোবরের মধ্যে দুই লাখ টন গম সরবরাহ করবে।