ইনভার্টার প্রযুক্তি বাঁচাবে তিন হাজার ৬০০ কোটি, দাবি ওয়ালটনের

ইনভার্টার যুক্ত কম্প্রেসার ফ্রিজ এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিদ্যুৎ খরচ ৫০ শতাংশ কমায় বলে দাবি করেছে দেশের অন্যতম ইলেক্ট্রনিক পণ্যের ব্রান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 05:36 PM
Updated : 7 August 2017, 05:36 PM

বর্তমানে সারা দেশে দুই কোটি ফ্রিজ চালু অবস্থায় রয়েছে এমন তথ্য দিয়ে সোমবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- এসব ফ্রিজে ইনভার্টার প্রযুক্তি যোগ হলে বছরে কমপক্ষে তিন হাজার ৬০০ কোটি টাকার বিদ্যুৎ খরচ সাশ্রয় সম্ভব।

ওয়ালটন বলছে- ‘ইন্টেলিজেন্ট ইনভার্টার’ প্রযুক্তি ব্যবহারে শুধুমাত্র ফ্রিজেই বছরে সাশ্রয় হবে তিন হাজার ৬০০ কোটি টাকা।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র তৈরি করছেন। এছাড়া ১৬টি বৈচিত্র্যময় নকশার নন-ফ্রস্ট রেফ্রিজারেটরও তৈরি হচ্ছে সেখানে।

ওয়ালটন ফ্রিজের কম্প্রেসারে বিশ্ব স্বীকৃত পরিবেশবান্ধব সিএফসি ও এইচএফসি গ্যাসমুক্ত R600a রেফ্রিজারেন্ট ব্যবহৃত হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়- পরিবেশ সুরক্ষার পাশাপাশি এ ধরনের ফ্রিজ প্রায় ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করে।

“ওয়ালটন ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ও এসি বিদ্যুৎ সাশ্রয়ী হিসেবে বিএসটিআই’র ফাইভ স্টার রেটিং অর্জন করেছে।”

ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশে বছরে প্রায় ২৫ লাখ ফ্রিজ বিক্রি হয়। সাধারণত একটি ফ্রিজের মাসিক বিদ্যুৎ খরচ গড়ে প্রায় ৩০০ টাকা, বছরে ৩৬০০ টাকা। এসব ফ্রিজ ইনভার্টার প্রযুক্তির হলে বিদ্যুৎ সাশ্রয় হতো প্রায় ৫০ শতাংশ। এতে বছরে ফ্রিজ প্রতি বিদ্যুৎ সাশ্রয় হতো ১৮০০ টাকা। এ হিসেবে দুই কোটি ফ্রিজে প্রতি বছর বিদ্যুৎ খরচ বাঁচাবে ৩ হাজার ৬০০ কোটি টাকা।

দেশের সব ফ্রিজে ইনভার্টার প্রযুক্তি যোগ করা সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বিদ্যমান ঘাটতি কমবে বলে দাবি ওয়ালটন কর্মকর্তাদের।