রবি ও ট্রমা ইনস্টিটিউটের মধ্যে করপোরেট চুক্তি

মোবাইল ফোন অপারেটর রবি’র সাথে সম্প্রতি একটি করপোরেট চুক্তি করেছে ট্রমা ইনস্টিটিউট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 02:42 PM
Updated : 26 July 2017, 02:42 PM

বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় রবি’র বিশেষ কল রেট, ডেটা বান্ডেল প্যাক, ভয়েস সংযোগ, কল কনফারেন্স ও ক্লোজ ইউজার গ্রুপ সুবিধাসহ বিভিন্ন সেবা উপভোগ করবে প্রতিষ্ঠানটি।

ট্রমা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন এবং ট্রমা ইনস্টিটিউটের ডিরেক্টর তানজিনা খান।

এসময় ট্রমা ইনস্টিটিউটের ডিরেক্টররা এবং রবির ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ম্যানেজার ফয়সাল মাহমুদ ও এসও সুপারভাইজার মো. মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।