২৪ ঘণ্টা বন্দর খোলা রাখা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

২৪ ঘণ্টা খোলা রাখতে বন্দরের অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 05:17 PM
Updated : 24 July 2017, 05:17 PM

সোমবার ‘চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং ২৪ ঘণ্টা চট্টগ্রাম বন্দর চালু রাখার বিষয়ে বন্দর ব্যবহারকীদের সাথে’ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম হাউজের যৌথ ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয় বন্দর ট্রেনিং কমপ্লেক্সে।

সাত দিন ২৪ ঘণ্টা বন্দর খোলা রাখতে ‘সিস্টেম’ চালু করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমন ল্যান্ডিং এর দুই দিনের মধ্যে এফসিএল কন্টেইনার খালাস করতে হবে।

“এফসিএল কন্টেইনারের কাস্টমসের কাজ শেষ করে বন্দরে এলে দিনে দিনে ডেলিভারি দিতে হবে। যন্ত্রপাতি ও অপারেটরদের শিফট পরিবর্তন হতে হবে ‘হট সিট এক্সচেঞ্জ’ পদ্ধতিতে।”

বন্দর চেয়ারম্যান জানান, অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, ২০২০ সালের মধ্যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ২০২১ সালের মধ্যে বে-টার্মিনালের প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ করা হবে।

“১৬-১৭ অর্থবছরে ৫৫টি যন্ত্র কেনার অনুমতি মিলেছে।এর মধ্যে ৮০ প্রকিউরমেন্ট অনুমোদন পেয়েছি। ক্যাপিটাল ড্রেজিং শুরু হলে এ বছরের ডিসেম্বরের মধ্যে চারটি লাইটার জেটিতে কাজ শুরু হবে।”

স্বল্প পরিসরে একটি অ্যাপ্রাইজাল শেড নির্মাণের কাজ শুরু করতে দ্রুততম সময়ের মধ্যে নির্দেশ দেয়া হবে জানিয়ে খালেদ ইকবাল বলেন, বিএসটিআই, কোয়ারেন্টাইন, ফুড ডিপার্টমেন্ট, ব্যাংক ও নৌবাহিনীর বিপদজনক পণ্যের ছাড়পত্র শুক্র-শনিবারও যেন পাওয়া যায় সেজন্য অনুরোধ করছি।

নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য জাহাজীকরণ, কাস্টমসের নিলাম প্রক্রিয়া দ্রুত করতে এব্ং দ্রুত বন্দর থেকে পণ্য খালাস নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বন্দর চেয়ারম্যান।

সভায় নৌসচিব অশোক মাধব রায় বলেন, ১ অগাস্ট প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার কার্যক্রম উদ্বোধন করবেন।

সভায় বন্দর-পতেঙ্গা আসনের সাংসদ এম এ লতিফ, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বিজিএমই’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বার্থ অ্যান্ড টার্মিনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সাহেদ সরওয়ার ও এফবিসিসিআই প্রতিনিধি মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।