যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মার ৪র্থ ওষুধ

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি মেথোকার্বোমল ট্যাবলেট যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 01:24 PM
Updated : 24 July 2017, 01:24 PM

এটা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিযোগ্য বেক্সিমকোর চতুর্থ ওষুধ বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএস এফডিএ) এই কোম্পানির তৈরি মেথোকার্বোমল ট্যাবলেট (৫০০ মি.গ্রা. এবং ৭৫০ মি.গ্রা.) বাজারজাতকরণের অনুমতি দিয়েছে।

চলতি বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যেই ওষুধটি যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরুর আশা করছে বেক্সিমকো।

এবিষয়ে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “ইউএস এফডিএ কর্তৃক চতুর্থ পণ্যের অনুমোদন লাভ সত্যিই আমাদের জন্য আনন্দের। আমি  দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিমধ্যে অনুমোদিত এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অন্যান্য ওষুধগুলো বাজারজাতকরণের মাধ্যমে আমরা বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে পারব।”

ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেসের (আইএমএস) তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বর্তমানে চারটি কোম্পানি এই ট্যাবলেট বাজারজাত করছে।

এগুলো হলো- ক্যামবার, কোয়ালিটেস্ট, ওয়েস্ট ওয়ার্ড এবং সোলকো।

বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার অনুমতি পায়। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অস্ট্রেলিয়া, হেলথ  কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ  বিশ্বের  বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।