মেহেদী সবার চাই, লিপস্টিক কাজলেরও চাহিদা

ঈদের সাজকে পরিপূর্ণতা দিতে জামা, জুতা ও গহনার পর প্রসাধন সামগ্রীর দোকানেও ভিড় করছেন তরুণীরা।

কাজী নাফিয়া রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 05:54 PM
Updated : 20 June 2017, 05:56 PM

নতুন পোশাকের সাথে মিলিয়ে কিনছেন বিভিন্ন কসমেটিক, ঈদের আমেজ তৈরিতে সবাই নিচ্ছেন মেহেদী।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে পছন্দসই লিপস্টিক, কাজল, আই লাইনারসহ নানা প্রসাধন পণ্যের খোঁজে দোকানগুলোতে ভিড় করতে দেখা যায় তরুণীদের। তবে মেহেদীর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা।

ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদী, লিপস্টিক, নেইল পলিশ, কাজল, আই-লাইনার, আই-শ্যাডো, মাশকারা, ফেইস পাউডার, ব্লাশনসহ বিভিন্ন মেকআপ সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানিরা।

রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রসাধনীর দোকানগুলোতে ‘ম্যাট লিপস্টিক’ আর ‘ওয়াটার প্রুফ কাজল’র চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রয়কর্মীরা।

এই মার্কেটের ‘ইউনুস কসমেটিকস’র বিক্রয়কর্মী শোয়েব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালারফুল কসমেটিকসের প্রতিই এখন তরুণীদের আগ্রহ বেশি।

“বিভিন্ন ব্র্যান্ডের লিকুইড ম্যাট লিপস্টিকগুলোর চাহিদা সবচেয়ে বেশি। কাজলের চাহিদাও আছে, তবে কালারফুল যেমন ব্লু, গ্রিন কাজল আর আই-লাইনারগুলোও কিনছে কাস্টমাররা।”

তাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক ১৫০ থেকে ৮৫০ টাকায়, কাজল ৮০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বসুন্ধরা সিটির ‘ম্যাকস কসমেটিকস অ্যান্ড জুয়েলারি’র বিক্রয়কর্মী ডালিম বলেন, “মেয়েরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কসমেটিকস কিনছেন। আর কালারফুল কসমেটিকসগুলোই এখন তরুণীদের পছন্দের শীর্ষে।

“আর মেহেদীর তো বলার অপেক্ষা রাখে না। আলমাস, কাভেরীর টিউব মেহেদীর পাশাপাশি লিজান, মমতাজ, শাহাজাদী মেহেদী চলছে।”

এই দোকানে কসমেটিক কিনতে আসা চিকিৎসক আফরোজা ইসলাম বলেন, “গরমে নরমাল লিপস্টিকগুলোর চেয়ে ম্যাটগুলোই বেশিক্ষণ লাস্টিং করে, সে কারণেই ম্যাট লিপস্টিক কিনেছি। কাজল দেখছি এখন। সব কেনাকাটাই শেষ, তাই কসমেটিকস কিনতে এসেছি।”

মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে প্রসাধনীর দোকানগুলোতেও তরুণীদের ভিড় দেখা যায়। কেউ কিনছেন লিপস্টিক, কেউ কাজল-আইলাইনার, ফেইস পাউডার, কেউ আবার মেহেদী কেনায় ব্যস্ত।

টোকিও স্কয়ারের ‘মেক আপ জোন'র বিক্রয়কর্মী সালাউদ্দীন জানান, বিভিন্ন ব্র্যান্ডের ফেইস পাউডার, লিপস্টিক, আই লাইনার, কাজল বিক্রি করছেন তারা।

“ল্যাকমে, গোল্ডেন রোজ, হুদা, জর্ডানা, জ্যাকলিন, লা-ফেমসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রি করছি। ম্যাট লিপস্টিকের চাহিদা সবচেয়ে বেশি, কাজলও কিনছেন অনেকেই।”

মিরপুরের প্রসাধনীর দোকানগুলোতেও দেখা যায় শেষ সময়ের বিকিকিনির ব্যস্ততা।

মিরপুর ১২ নম্বরের রঙধনু শপিং কমপ্লেক্সের ‘এম আর কসমেটিকস’র বিক্রয়কর্মী সাইফুল্লাহ ওমর বলেন, “বিশ রোজা থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। অধিকাংশই লিপস্টিক, কাজল, নেইল পলিশ কিনছেন।

“ম্যাট লিপস্টিকের কাস্টমারই বেশি, এখন এটা বেশি চলছে। কাজলও বেশ বিক্রি হচ্ছে।"

তবে অন্যান্য প্রসাধনীর তুলনায় মেহেদীতেই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান মিরপুরের মহসিন কমপ্লেক্সের ‘শি অ্যান্ড এঞ্জেল’র বিক্রয়কর্মী নীলা।

“মেহেদী কিনছে বেশি, এরপর বেশি বিক্রি হচ্ছে লিপস্টিক, কাজল, আই লাইনার।”

এখানে কেনাকাটা করতে আসা নাসরিন জাহান বলেন, “ঈদে তো ড্রেসের সাথে সাজটাও প্রয়োজন, আর তাই পছন্দসই লিপস্টিক, কাজল, আই শ্যাডো কিনছি।

“আর মেহেদী ছাড়া তো ঈদের আমেজ আসে না। তাই ছোট ভাই-বোনসহ নিজের জন্যও মেহদী কিনলাম।”