এভারজবসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল করেছে অনলাইন চাকরির পোর্টাল এভারজবস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 01:36 PM
Updated : 11 June 2017, 01:36 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে গত দুই বছরের চাকরি সন্ধান ও নিয়োগ সম্পর্কে এভারজবস এর ব্যবস্থাপনা দল যে ভূমিকা পালন করেছে এবং কীভাবে তারা প্রতিটি অঞ্চলের চাকরির বাজারে পরিবর্তন ঘটিয়েছে, তা তুলে ধরা হয়।

২০০০ সালে বাংলাদেশে এভারজবস কাজ শুরু করে।

এভারজবসের প্রধান নির্বাহী গায়েজ ভারহাইকি সংবাদ সম্মেলনে বলেন, “১৭ বছর ধরে চাকরির সন্ধান এবং নিয়োগ সংক্রান্ত কাজ করে যাচ্ছে প্রথম পর্যায়ের এই অনলাইন চাকরির পোর্টালটি। চাকরির বাজারকে কীভাবে আধুনিকায়ন করা যায় তার সুযোগের আভাস আমরা এখান থেকেই পেয়েছি।”

এভারজবস অনলাইন পোর্টাল কম্বোডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মিয়ানমারে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটি এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ দ্বারা সমর্থিত যা রকেট ইন্টারনেট এবং অরিডু এর একটি যৌথ উদ্যোগ।