আমের বাজারে ক্রেতা নেই চাঁপাইনবাবগঞ্জে

জেলা প্রশাসন ২৫ মে থেকে আম বাজারজাত করার দিন ঠিক করে দিলেও গত চার দিনেও ক্রেতার ভিড় জমেনি চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 10:20 AM
Updated : 29 May 2017, 11:10 AM

জেলার প্রধান আমের বাজার শহরের পুরাতন বাজারে সোমবার দেখা গেছে, আম থাকলেও ক্রেতা নেই। বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন।

তবে ১ থেকে ২ তারিখের মধ্যে বাজার জমে উঠবে বলে তারা আশাবাদী।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা মহল্লার পাইকার আব্দুল মমিন বলেন, মাস শেষ হওয়ায় মানুষের হাতে টাকা নেই। হয়ত এ কারণে বাজার জমছে না।

“দুই-চার দিনের মধ্যে জমে উঠবে বলে সবাই আশাবাদী।”

জেলা শহরের মাঝপাড়ার তাজিবুর রহমান ভোর ৫টায় বাজারে এসেছেন আট মণ আম নিয়ে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র এক মণ বিক্রি করেছেন বলে জানান।

শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের খামারি হাসান আল হাদি মনে করছেন, “যখন মাস শেষ তখন কেবল আম পাড়া শুরু হয়েছে। এ কারণে বাজার জমতে সময় লাগছে।”

বর্তমান বাজারে গোগালভোগ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২০০০ টাকায়। বাজার জমলে দাম বাড়বে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

এ বছর জেলার পাঁচ উপজেলায় ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে প্রায় ২০ লাখ গাছে আম রয়েছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা বলেন, গত বছর এ জেলায় ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে ২ লাখ ৪০ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়।