ফিদে মাস্টার ফাহাদের সহযোগী হল আইপিডিসি

দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে ‘স্পন্সর’ করতে যাচ্ছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 01:58 PM
Updated : 25 May 2017, 01:58 PM

বৃহস্পতিবার রাজধানীর গুলশান আইপিডিসির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, চুক্তি অনুযায়ী ভবিষ্যতে মোহাম্মদ ফাহাদের সব উদ্যোগের স্পন্সর করবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ ও তার বাবা-মা, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, ডিএমডি ও রিটেইল হেড এএফএম বরকতুল্লাহ, জিএম ও হেড অব কর্পোরেট বিজনেস রিজোয়ান শামস, হেড অব  ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস উপস্থিত ছিলেন।

২০১৩ সালের জুলাইতে ১০ বছর বয়সী এই দাবাড়ুকে ফিদে মাস্টার উপাধিতে ভূষিত করে বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা-ফিদে। সেই সাথে বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ুর আসন পোক্ত করে নেন ফাহাদ রহমান।

ওই বছর জুনে থাইল্যান্ডের শিয়াং মাইয়ে অনুষ্ঠিত ১৪তম এশিয়ান এইজ গ্রুপ চেজ চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-১০ এর স্ট্যান্ডার্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ওই ফিদে মাস্টার উপাধি অর্জন করেন ফাহাদ।