শেয়ার ছেড়ে সাড়ে ৪ কোটি টাকা তুলবে এডিএন

সাড়ে চার কোটি টাকার মূলধন সংগ্রহের জন্য বাজারে ৩০ লাখ সাধারণ শেয়ার ছাড়বে এডিএন টেলিকম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 12:54 PM
Updated : 25 May 2017, 12:54 PM

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি আসিফ মাহমুদের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ সিদ্ধান্ত অনুমোদন করে।

পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা মূল্যের ৩০ লাখ ৮৩৪টি শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজারে ছাড়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এডিএনের মূলধন সংগ্রহে অনুমোদন দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা ধরে ৩০ লাখ ৮৩৪টি শেয়ার বিক্রির মধ্য দিয়ে এডিএনের পরিশোধিত মূলধন ৪১ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৬৬০ থেকে ৪৪ কোটি ৮৬ লাখ টাকায় উন্নীত করতে অনুমতি দিয়েছে বিএসইসি।

কোম্পানির পরিচালক মইনুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এনায়েত হোসেন ও কোম্পানি সেক্রেটারি মনির হোসেনসহ শেয়ারহোল্ডার ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

২০০৩ সালে যাত্রা শুরু করে ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া কোম্পানিটি গ্রাহকদের ডাটা, আইপি টেলিফোনি ও ইন্টারনেট সেবা দিচ্ছে।

গত বছর ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে এডিএন টেলিকম  শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ওই সময়ে এডিএন টেলিকম নিট মুনাফা করেছে ৮ কোটি ৭৭ লাখ টাকা, যা গত বছরের চেয়ে ৩৫ দশমিক ৭২ শতাংশ বেশি।

এসময়ে আয় হয়েছে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ২২ দশমিক ৬৮ শতাংশ বেশি। 

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯ পয়সা।

এডিএন টেলিকমের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। ৩০ জুন হিসাব বিবরণীসহ তালিভুক্তির জন্য আবেদনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমন্ট লিমিটেড এরই মধ্যে কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে।