জুন পর্যন্ত ‘লাইসেন্স ফি’ পরিশোধ করল র‌্যাংকসটেল

বেসরকারি টেলিকম কোম্পানি র‌্যাংকসটেল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বকেয়া পাওনা চার কোটি টাকা পরিশোধ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 10:17 AM
Updated : 23 April 2017, 10:17 AM

চলতি বছরের জুন মাস পর্যন্ত ‘লাইসেন্স ফি’ হিসেবে সম্প্রতি এ টাকা দেওয়া হয় বলে রোববার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাংকসটেলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিটিআরসির পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) আশিস কুমার কুন্ডু এবং পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেইনের কাছে এ অর্থ জমা দেন।  

র‌্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান জানান, গত বছর র‌্যাংকসটেলের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের পর থেকে বিটিআরসির সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।এরই ধারাবাহিকতায় ‘লাইসেন্স ফি’ দেওয়া হলো।

র‌্যাংকসটেলের বিভিন্ন ব্যবসা কৌশল ইতোমধ্যে বিটিআরসির কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান আশিকুর রহমান।