ইউসিবি-আমেরিকা অ্যালামনাইয়ের মধ্যে এমওইউ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 12:46 PM
Updated : 16 April 2017, 12:46 PM

রোববার ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা বিশেষ কার্ড ব্যবহারের মাধ্যমে ইউসিবির বিশেষায়িত সুবিধা ভোগ করতে পারবেন।

শনিবার এই চুক্তি স্বাক্ষর হয় বলেন জানানো হয়েছে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-চেয়ার মার্শা বার্নিকাট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য একটি বিশেষ ভিসা অ্যাফিনিটি প্লাটিনাম কার্ডের উদ্বোধন করা হয়।

চুক্তি অনুযায়ী অ্যাসোসিয়েশনের সদস্যরা ইউসিবির প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন-ইউসিবি ইমপেরিয়াল ব্যাংকিংয়ের গ্রাহক হলে বিশেষায়িত সুবিধা ভোগ করতে পারবেন।

এছাড়া সদস্যরা ইমপেরিয়াল ব্যাংকিংয়ের গ্রাহক হিসেবে বার্ষিক ফি মুক্ত প্লাটিনাম ক্রেডিট ও ডেবিট কার্ড, সকল রিটেল পণ্যে হ্রাসকৃত মূল্যসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।