চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক-কলকাতার পথে ইউএস-বাংলার ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক এবং চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 02:29 PM
Updated : 9 April 2017, 05:59 AM

ইউএস-বাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মে থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চট্টগ্রাম থেকে সকাল ৮টায় এবং ঢাকা থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ফ্লাইটটি ব্যাংকক স্থানীয় সময় দুপুর ১টা ১০মিনিটে পৌঁছাবে এবং দুপুর ২টা ১০মিনিটে ব্যাংকক থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রামে এবং বিকাল ৫টা ১০মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া আগামী ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতি ও রবিবার সকাল ৮টা ৫০মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটে কলকাতায় পৌঁছাবে। সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ১১টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ফ্লাইট উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে ব্যাংককে ভাড়া ওয়ান ওয়ে ১৫ হাজার ৫৯৯ টাকা এবং রিটার্ন ২১ হাজার ৫০০ টাকা এবং চট্টগ্রাম থেকে ব্যাংককে ওয়ান ওয়ে ১৬ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ২৬ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতার ভাড়া ওয়ানওয়ে ছয় হাজার ৩৯৯ টাকা এবং রিটার্ন ১২ হাজার ১৯৯ টাকা ঠিক করা হয়েছে।