চান্দিনায় দুধ উৎপাদনে আইএফআইসি ব্যাংকের ঋণ

কুমিল্লার চান্দিনা উপজেলায় কৃষিঋণ কর্মসূচির আওতায় ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ঋণ বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 11:15 AM
Updated : 12 March 2017, 11:15 AM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে চান্দিনা ও গৌরিপুর শাখার ৩০ জনকে কৃষি ঋণ ও দুগ্ধ উৎপাদন খাতে ৮০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুল হালিম, আইএফআইসি ব্যাংকের এসএমই ও কৃষিঋণ বিভাগের প্রধান টি আই এম রওশন জাদীদ ও শাখা ব্যবস্থাপক আমানুল্লাহ খানসহ স্থানীয় উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।